মংলা থেকে মোঃ নূর আলমঃ মসজিদ এবং ঈদগায় যারা হামলা করতে পারে তারা আর যাই হোক মুসলমান নয়। বাংলাদেশের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে দেশী-বিদেশী চক্রান্তে জামাায়াত-বিএনপি’র মদদে দেশে জঙ্গী ও সন্ত্রাসী হামলা হচ্ছে। জঙ্গীবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে নেতা-কর্মীদের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করতে হবে। ১৩ জুলাই বুধবার সকালে দলীয় কার্য্যালয়ে মংলা পৌর এবং উপজেলা আ্ওয়ামীলীগের আয়োজনে জঙ্গী হামলা এবং সন্ত্রাসের বিরুদ্ধে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এমপি এ কথা বলেন।
বুধবার সকালে অনুষ্ঠিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আ্ওয়ামীলীগের সভাপতি শিক্ষাবিদ অধ্যক্ষ সুনিল কুমার বিশ্বাস। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট-৩ এর সাবেক এমপি বেগম হাবিবুন নাহার, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হ্ওালাদার ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই। এছাড়া বক্তব্য রাখেন পৌর আ্ওয়ামীলীগের সভাপতি মোঃ শাহাজান শিকারী, সাধারন সম্পাদক সেখ আব্দুর রহমান, উপজেলা আ্ওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন আ্ওয়ামীলীগ নেতা সাবেক পৌর চেয়ারম্যান সেখ আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির আবুল কালাম, গাজী আজাহারুল ইসলাম, মোল্লা মোঃ তারিকুল ইসলাম, শেখ কবির হোসেন, কাজী গোলাম হোসেন বাবলু, সাখ্ওায়াত মিলন, যুবলীগ নেতা ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হোসেন হাওলাদার, সাংবাদিক কামরুজ্জামান জসিম, মোঃ ইকবাল হোসেন, শেখ মোঃ আল আমীন, শ্রমিকলীগ নেতা নুরুদ্দিন আল মাসুদ, ছাত্রলীগ নেতা শিকদার ইয়াসিন আরাফাত, রানা, মেহেদী হাসান সজীব, শাহরুখ বাপী, সাদ্দাম হোসেন জয় প্রমূখ।