ডেস্ক রিপোর্ট: ঢাকার মগবাজার ওয়ারলেস গেট এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই বিস্ফোরণে দু’জন নিহত ও আহত হয়েছে অর্ধশত। আহত ৩৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বলেন, মগবাজারের ওই বহুতল ভবনে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
বিস্ফোরণে পথচারী ও গাড়িতে থাকা অনেকেই আহত হয়েছেন। বিস্ফোরণের শব্দে সড়কে থাকা গাড়ির গ্লাস ভেঙে গেছে। ভবনটিতে একটি মিষ্টির দোকানসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
ফায়ার সার্ভিসের পাশাপাশি রমনা থানা পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে। এছাড়াও পথচারীরা আহতদের হাসপাতালে নিয়েছে।
আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন, সৈয়দ ইকবাল হোসেন, শাহ আলম, কালু, কামাল হোসেন, লাকি বেগম, তার মা সালেহা, ছেলে সৈকত , মাসুদ, শহীদ ও মো: সেন্টু।