মংলা অফিসঃ ’আয়করে প্রবৃদ্ধি, দেশ ্ও দশের সমৃদ্ধি’ শ্লোগানে কর সার্কেল-১৭ এর আয়োজনে সোমবার সকালে মংলার দিগরাজ বাজারের শাহীন সুপার মার্কেটের তৃতীয় তলায় দুইদিন ব্যাপী আয়কর মেলা-২০১৫’র উদ্বোধনী অনুষ্ঠান হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর সার্কেল-১৭ এর উপ-কর কমিশনার মোঃ গোলাম মোস্তফা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট-৩ এর সাবেক এমপি বেগম হাবিবুন নাহার। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হ্ওালাদার ্ও রামপাল উপজেলা নির্বাহি অফিসার রাজীব কুমার রায়। ২১ ্ও ২২ সেপ্টেম্বর দুইদিন ব্যাপী আয়কর মেলায় কর দাতাদের যে সকল সেবা সমুহ প্রদান করা হবে তা হলো টিন রেজিস্ট্রেশন/রি রেজিস্ট্রেশন সুবিধা, টিন রেজিস্ট্রেশন ভুল সংশোধনের সুবিধা, আয়কর রিটার্ন দাখিল সুবিধা, ব্যাংকের অস্থায়ী বুথে আয়করের টাকা জমাদানের সুবিধা, টি আই এন সনদ প্রাপ্তির সুবিধা, রিটার্ন ফর্ম পূরন সংক্রান্ত পরামর্শ কেন্দ্র এবং অধিক্ষেত্র সংক্রান্ত তথ্যাদি। আয়কর মেলা-২০১৫ এর সকল কার্যক্রম সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যšত চালু থাকবে বলে জানান উপ-কর কমিশনার মোঃ গোলাম মোস্তফা।