যুগবার্তা ডেস্কঃ সৌদি আরবের ৬৭ ভাগ নারী অস্টিওপরোসিস নামে এক ধরণের হাড়জনিত রোগে ভুগছেন। জেদ্দার স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে এই সর্বশেষ পরিসংখ্যান তুলে ধরা হয়।
বাতরোগ বিশেষজ্ঞ ড. দিয়া আল হাজ্জ হুসেইন বলেন, উপসাগরীয় অঞ্চলের তুলনায় পশ্চিমা দেশগুলো থেকে এই রোগ বেশি ছড়াচ্ছে। বিশেষত নারীদের মধ্যে বেশি দেখা যাচ্ছে।
২৪ থেকে ৪৬ বছর বয়সের ৩২১ জন সৌদি নারীর মধ্যে পরিচালিত এই জরিপটি একটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়। এই গবেষণা থেকে জানা যায় ৫২ শতাংশ সৌদি নারীর ভিটামিন ডি এর অভাব রয়েছে। তাছাড়া দুধ এবং দুধ জাতীয় খাদ্যের ঘাটতি ও অপর্যাপ্ত সূর্যরশ্মি ছাড়াও ব্যায়ামের অভাব থেকে সৌদি নারীদের এই রোগ হয়।-আরব নিউজ