Home জাতীয় ভোলায় নতুন ৩৮ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত

ভোলায় নতুন ৩৮ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত

37

ভোলা প্রতিনিধি: ভোলায় নতুন করে ৩৮ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ৯৪ জনের নমুনা পরীক্ষা করে আরো ৩৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। নতুন শনাক্ত ৩৮ জনের মধ্যে ভোলা সদর ৩০ জন, বোরহানউদ্দিনে ৪ জন, তজুমুদ্দিনে ৪ জন ও চরফ্যাশনে ২ জন।
শনিবার(১৭ জুলাই) সকালে ভোলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোলায় এ পযর্ন্ত করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৫২৩ জনের, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৮২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৪ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে আইসোলেশন ইউনিটে ২৯ জন চিকিৎসাধীন রয়েছেন।
ভোলায় করোনায় আক্রান্ত হয়ে এ পযর্ন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে উপসর্গ নিয়ে জেলার বাহিরে আরো ৫০ জনের মৃত্যু হওয়ার খবর রয়েছে। ভোলায় এ পযর্ন্ত ১৬হাজার ৬১৫ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে।