Home জাতীয় ব্যবসায়ীদের স্বার্থরক্ষাকারী বাজেট বাতিল কর

ব্যবসায়ীদের স্বার্থরক্ষাকারী বাজেট বাতিল কর

45

ডেস্ক রিপাের্ট: গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে আজ সকাল সাড়ে ১১টায় শ্রমিক স্বার্থবিরোধী লুটেরা মালিকগোষ্ঠী, শিল্পপতি-ব্যবসায়ীদের স্বার্থরক্ষাকারী বাজেট বাতিল করে শ্রমিক স্বার্থের গণমুখী বাজেট প্রণয়নের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।

গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সমন্বয়ক ও গার্মেন্টস ঐক্য ফোরামের সভাপতি শহীদুল ইসলাম সবুজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের কার্যকরী সভাপতি শামীম ইমাম, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক নেতা সাইফুল ইসলাম।