Home সারাদেশ বেতন বোনাসের দাবিতে ময়মনসিংহে ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ

বেতন বোনাসের দাবিতে ময়মনসিংহে ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ

561

ময়মনসিংহ অফিস: ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাসের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ (২ এপ্রিল) ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। সকাল ১১টায় শহরের প্রেসক্লাবের সামনে এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সহ-সভাপতি মুখলেছুর রহমান দুলাল এবং পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা কমিটির সভাপতি মাহতাব হোসেন আরজু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা কমিটির সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান, দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবলী আকন্দ এবং রিক্সা শ্রমিক সমিতির সাধারণ আছির উদ্দিন কুরবান। এছাড়াও সমাবেশে উপস্থিত থাকেন ময়মনসিংহ জেলা মটরস ওয়ার্কসপ মেকানক্সি ইউনিয়নের সভাপতি মাহবুবুর রহমান বাবুল ও ময়মনসিংহ জেলা মটরসাইকেল ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়নের সভাপতি আব্দুর রহমান টমনসহ বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের প্রায় সাড়ে ৭ কোটি শ্রমিকের বেতন বোনাস নিয়ে প্রতিবছরই ঈদের আগে মালিকরা টালবাহানা করে। দেখা যায় বেতন বোনাসের দাবিতে ঈদের দিনও শ্রমিকদের রাস্তায় অবস্থান করতে হয়। অনেক সেক্টরে ঈদের দিন সকালে নামকাওয়াস্তে বোনাস প্রদান করা হয়, যা দিয়ে তখন আর কেনাকাটা করার সময় থাকে না।