যুগবার্তা ডেস্কঃ দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে করা ৩৪তম বিসিএস এর চুড়ান্ত ফলাফল বাতিলের দাবী জানিয়েছে বিসিএস পাস প্রার্থীবৃন্দ। সোমবার রাজধানীর আগারগাও-এ বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সামনে অবস্থান নিয়ে বিক্ষুব্ধরা এ দাবী জানান।
এ সময় বিসিএর পাস মেধাবীরা অভিযোগ করেন, পিএসসির দুর্নীতিবাজ সদস্য শরীফ এনামুল কবির ও ওয়াজেদ আলী খানের নেতৃত্বে ৩৪তম বিসিএস এ ব্যাপক দুর্নীতি হয়েছে। যা পিএসসির ভাবমূর্তিকে ধ্বংস করেছে। দুর্নীতি বিষয়ে ইতোমধ্যে বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত । অবিলম্বে ৩৪তম বিসিএস এর চূড়ান্ত পরীক্ষার ফলাফল বাতিলের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে। বিসিএস পাস প্রার্থীবৃন্দ। চলমান আন্দোলনের কর্মসূচী হিসেবে আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় পিএসসির সামনে দুর্নীতিবাজ পিএসসির সদস্য শরীফ এনামুল কবির ও আরেক দুর্নীতিবাজ সদ্য বিদায়ী পিএসসির সদস্য ৩৪তম বিসিএস কমিটির আহ্বায়ক ওয়াজেদ আলী খানের কুশপুত্তলিকা দাহ, মেধাবীদের রক্ত বিসর্জন ও মেধাবীদের শিক্ষা জীবনের সকল সার্টিফিকেট পোড়ানো কর্মসূচী পালন করা হবে। কারণ মেধাবীরা বিশ্বাস করে দুর্নীতির কারণে যেখানে মেধার অবমূল্যায়ন হয় সেখানে এসব সার্টিফিকেট রাখার কোন মানে নেই। চলতি সপ্তাহের মধ্যে ফলাফল বাতিলের সিদ্ধান্ত না নেওয়া হলে মেধাবীরা নিজেদেরকে পিএসসির সামনে প্রয়োজনে আত্মহুতি দিবে।