বিজয়া দশমীর ছুটি ২৩ অক্টোবর October 5, 2015 Share on Facebook Tweet on Twitter দুর্গা পূজার বিজয়া দশমীর সরকারি ছুটি ২৩ অক্টোবরের পরিবর্তে ২২ অক্টোবর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি ছুটির তালিকায় বিজয়া দশমীর ছুটি ২৩ অক্টোবর উল্লেখ ছিল।