বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা গত কয়েকদিনে আইনশৃংখলা বাহিনী কর্তৃক কথিত বন্দুক যুদ্ধের নামে ‘ক্রসফায়ারে’ ছাত্রলীগ-যুবলীগসহ কয়েকজনের বিচার বহিঃভূর্ত হত্যাকান্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিবৃতিতে তারা বলেন, যে কোন হত্যাকান্ডই দুর্ভাগ্যজনক। তবে আইনশৃংখলা বাহিনীর হাতে ‘বিচার বহির্ভূত হত্যাকান্ড’ কোনভাবেই গ্রহণীয় নয়। আইনশৃংখলা নিয়ন্ত্রণের নামে যে কোন ধরনের ‘বিচার বহির্ভূত হত্যার’ বিষয়ে অতীতেও ওয়ার্কার্স পার্টি বিরোধীতা করেছে। ওয়ার্কার্স পার্টি মনে করে, আইনশৃংখলা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ‘বিচার বহির্ভূত হত্যা কোন সমাধান নয়। এতে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার পরিবর্তে বিচার হীনতার সংস্কৃতি তৈরি হবে। যা কারো জন্য মঙ্গলজনক নয়। বিবৃতিতে তারা বলেন, সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি আমরা জোর সমর্থন করি। কিন্তু অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে তাদের আইনের আওতায় এনে দ্রুততম সময়ে বিচার করা এবং শাস্তির ব্যবস্থাই জনমনে আইনের শাসনের প্রতি আস্থা তৈরি করবে।
অপর এক বিবৃতিতে নেতৃবৃন্দ সাংবাদিক প্রবীর শিকদারের জামিনে মুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, একটি শহীদ পরিবারের সন্তান সাংবাদিক প্রবীর শিকদারের গ্রেফতার জাতির জন্য অমর্যাদাকর। তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তার বিরুদ্ধে আনীত মামলা থেকে তাকে দ্রুত অব্যাহতি দেয়া হোক।