বাবুগঞ্জে মোবাইল চুরির অপবাদে ছাত্রীর আত্মহত্যা

বরিশাল প্রতিনিধিঃ মোবাইল ফোন চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে কুলসুম খানম (১৩) নামের এক স্কুল ছাত্রী। বুধবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। ঘটনাটি বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের কালিকাপুর গ্রামের।
নিহত কুলসুম ওই গ্রামের আজহার আলী রাঢ়ীর কন্যা ও বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীতে অধ্যায়নরত ছিলো। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী আব্দুল মতিন রাঢ়ীর ঘড় থেকে কয়েকদিন পূর্বে একটি মোবাইল ফোন চুরি হয়। মতিন রাঢ়ী ও তার পরিবারের লোকজনে মোবাইল ফোন চুরির ঘটনায় স্কুল ছাত্রী কুলসুমকে অভিযুক্ত করে মঙ্গলবার সন্ধ্যায় গালিগালাজ করেন। চুরির অপবাদ সহ্য করতে না পেরে ওইদিন মধ্যরাতে পরিবারের সবার অজান্তে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে কুলসুম আত্মহত্যা করে।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে। অভিযোগ প্রমানিত হলে আত্মহত্যায় প্ররোচনাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।