বাবুগঞ্জে নির্মাণ শিল্পীদের প্রশিক্ষণ কর্মশালা

বরিশাল অফিস: শতাধিক নির্মাণ শিল্পীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা শনিবার সন্ধ্যায় জেলার বাবুগঞ্জ উপজেলার আগরপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

রোববার শক্তির মানদণ্ডে উর্ত্তীন আন্তর্জাতিক মানসম্পন্ন বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় স্কুলের সহকারী শিক্ষক সাইদুর রহমান জামালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ শাহে আলম মঞ্জু, কলেজ শিক্ষক মাহবুব হোসেন হুমায়ুন, সাকোকাঠী মিশুকস্ট্যান্ড ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিশ্বাস, বসুন্ধরা সিমেন্টে কোম্পানীর প্রতিনিধি জেসন ইসলাম জনি, আব্দুল্লাহ আল মামুন, রাহাত হোসেন শাওন, পরিবেশক হাজ্বী মোঃ স্বপন সরদার, আগরপুর বাজারের মের্সাস আল-নাফি ট্রেডার্সের স্বত্তাধীকারি আরিফুর রহমান, সাংবাদিক খোকন আহম্মেদ হীরা, কেএম সোহেব জুয়েল, জেলা নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আইউব আলী, উপজেলা রাজমিস্ত্রি সমিতির সভাপতি শামসুল হক প্রমুখ।

কর্মশালা শেষে নির্মাণ শ্রমিকদের মধ্যথেকে কুইজ প্রতিযোগীতায় বিজয়ী দশজনকে পুরস্কার বিতরণ করা হয়।