Home জাতীয় বানারীপাড়ায় প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের জন্মদিন উদযাপন

বানারীপাড়ায় প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের জন্মদিন উদযাপন

60

বানারীপাড়া (বরিশাল)প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাদ সুমনের জন্মদিন উদযাপন করা হয়েছে। তিঁনি জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদেরও সভাপতি। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত ৯টায় প্রেসক্লাব কার্যালয়ে এক জমকালো আয়োজনে একটানা ১৬ বার নির্বাচিত সভাপতি রাহাদ সুমনের জন্মদিন উদযাপন স্বাস্থ্যবিধি মেনে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য এসএম গোলাম মাহমুদ রিপন, সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল,জাকির হোসেন, ইলিয়াস শেখ, জাহিন খালাসী, মামুন আহমেদ ও রেজাউল ইসলাম বেল্লাল, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঘল সুমন শাফকাত, ফয়েজ আহম্মেদ শাওন, সহ-সম্পাদক মাইদুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন, সদস্য এইচএম রুবেল, স্বপন মাঝি ও পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শিক্ষক হায়দার আলী, উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক কামাল হোসেন বিপ্লব ও ঢাকা উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমূখ।