বরিশাল প্রতিনিধি ॥
বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের মের্সাস তাজেম ব্রীকসে নির্যাতনের শিকার শিশুসহ ১৩ শ্রমিককে উদ্ধার করেছে র্যাব-৮ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে শ্রমিকদের উদ্ধার করে। এ ঘটনায় ইটভাটার ম্যনেজার ও চুক্তিতে শ্রমিক আনা দালাল কবির হোসেন ও মোঃ মিলনকে আটক করেছে র্যাব।
উদ্ধারকৃতরা শ্রমিকরা হলো, খলিল খান, কামরুল ইসলাম, মজিদ গাজী, মাহাবুবুর রহমান, সোহেল খান, আফজাল হোসেন, নুপুর সরদার, রফিকুল বিশ্বাস, কালাম মোড়ল, হামিদ খান, মাহাবুব, সিরাজ গাজী, মুথা সরদার। এদের সকলের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার হাজরাকাঠী গ্রামে। র্যাব সূত্রে জানা গেছে, উদ্ধারকৃতরা সবাই ইটভাটার কাজে ছয়মাস পূর্বে বানারীপাড়ায় আসেন। চুক্তি মোতাবেক বেতন না দেয়ায় এরা চলে যেতে চাইলে নির্মম নির্যাতন শুরু করে ভাটার মালিক। নির্যাতনে খলিল খান নামের এক শিশু শ্রমিকের হাত ভেঙ্গে যায়। পরবর্তীতে ১৩ শ্রমিককে ইটভাটার মধ্যে আটককরে রেখে তাদের খাওয়া দাওয়া বন্ধ করে দেয়া হয়। খবর পেয়ে নির্যাতনের শিকার শ্রমিকদের পরিবার সোমবার সকালে বরিশালে এসে র্যাবের সহায়তা কামনা করেন।
র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক র্যাবের বিশেষ টিম অভিযান চালিয়ে আটক শ্রমিকদের উদ্ধারসহ উল্লেখিত দু’জনকে আটক করে। সোমবার দুপুরে আটককৃতদের পুলিশের কাছে সোপর্দ করে মামলা দায়ের করা হয়।