Home বাণিজ্য ও অর্থনীতি বানারীপাড়ায় আইএফআইসি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন

বানারীপাড়ায় আইএফআইসি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন

26

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় আইএফআইসি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩১ জানুয়ারী) বেলা ১১টায় সদর রোডে ব্যাংকের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন আইএফআইসি ব্যাংকের ঝালকাঠির শাখা ব্যবস্থাপক মোঃ সিরাজুসসালেকীন। সম্মানিত অতিথি ছিলেন বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন। ব্যাংকের বানারীপাড়ার উপ-শাখার ব্যবস্থাপক মোঃ যুবরাজ মহিউদ্দিনের সভাপতিত্বে বন্দর বাজারের ব্যবসায়ী জাকির হোসেন বিশ্বাস ও ব্যাংকের অন্যান্য কর্মকর্তা এবং গ্রাহকসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।