যুগবার্তা ডেস্কঃ বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিতে এ বার অভিনয় করবেন শ্রাবন্তী। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’তে নায়িকার বিপরীতে থাকবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। ১৪ মার্চ থেকে কলকাতায় শুরু হবে ছবির শুটিং।
সম্প্রতি এই ছবির সাংবাদিক সম্মেলনে বাংলাদেশে হাজির হয়েছিলেন শ্রাবন্তী। সেখানে তিনি বলেন, ‘‘আমি প্রথম বাংলাদেশ এলাম। এখানে পদ্মার ইলিশ তো খাবই।
তিনি আরও জানান, আমি বরিশালের মেয়ে। আমার বাবার বাড়ি বরিশালে।তাই এখানে খুব ভাল লাগছে। মনে হচ্ছে নিজের ভিটায় আসছি।এখানকার মানুষ খুব অতিথি পরায়্যন। আর এ বারের ছবি শাকিবের সঙ্গে। আশা করছি খুব ভাল কাজ হবে।’’ ছবিটি যৌথ ভাবে পরিচালনা করছেন বাংলাদেশি পরিচালক সীমান্ত এবং কলকাতার জয়দেব। সব মিলিয়ে আরও একটি সফল যৌথ প্রযোজনা দেখার অপেক্ষায় দুই বাংলার সিনেপ্রেমীরা।