যুগবার্তা ডেস্কঃ বাংলাদেশের মাটিতে এখনো ভারতের ত্রিপুরার বিচ্ছিন্নতাবাদিদের ঘাঁটি রয়েছে, তবে দুই দেশের সীমান্তরক্ষীদের সম্পর্ক উন্নয়নের পর তাদের আস্তানা কমিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।
মঙ্গলবার ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক (আইজি) এমএফ ফারুক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বাংলাদেশের সীমান্তরক্ষীদের সাথে বিএসফের সম্পর্কের উন্নয়নের পর কিছু ইতিবাচক উন্নতি হয়েছে। বিচ্ছিন্নতাবাদিরা এখনো বাংলাদেশের মাটি ব্যবহার করছে, তবে তাদের আস্তানার সংখ্যা কমিয়ে আনা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রতিবেশি দেশ থেকে কার্যক্রম পরিচালনা করা এখন ওইসব বিচ্ছিন্নতাবাদিদের জন্য খুবই কঠিন।’
যদিও বাংলাদেশের সাথে ৮০ শতাংশ সীমানা বর্তমানে বেড়া দেওয়া, তবে পুরোটা বেড়া দেওয়ার ক্ষেত্রে নানা সমস্যা রয়েছে।
ত্রিপুরার আইজি বলেন, ‘অনেক স্থানীয় জনগণ বিরোধীতা করে। মাঝেমধ্যে বিজিবি আপত্তি করে বলে, সীমান্ত চুক্তি অনুসরণ করা হচ্ছে না। এ ছাড়া নদীতীরবর্তী স্থানগুলোতে বেড়া দেওয়া কঠিন।’
ভারতের জাল মুদ্রার পাচার ঠেকানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে বিএসএফ এবং বিজিবির সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। বিজিবির সাথে অংশীদারত্বের ভিত্তিতে জাল মুদ্রার চোরাচালানও কমিয়ে আনা হয়েছে।
ইসলামিক স্টেট (আইএস) বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই এবং এ বিষয়ে কথা বলার জন্য তার অনুমোদনও নেই। দ্য স্টেটসম্যান