বরিশালে জঙ্গি প্রতিরোধে মানববন্ধন

বরিশাল অফিসঃ জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর আহবানে সোমবার বেলা ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হক। একই সময় সরকারি গৌরনদী কলেজের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে মানববন্ধনে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক। ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠী এলাকায় পালরদী মডেল স্কুল এ্যান্ড কলেজের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন কুমার রায়। রমজানপুর আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রধানশিক্ষক মোঃ মনির হোসেন আকন। একইসময় মাহিলাড়া ডিগ্রি কলেজ, পশ্চিম শাওড়া আলীম মাদ্রাসা, আল-হেলাল দাখিল মাদ্রাসা, বার্থী কলেজ, আগৈলঝাড়ার বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে পৃথকভাবে অনুরূপ কর্মসূচী পালিত হয়। এছাড়া বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে নগরীর সদর রোডে মানববন্ধন কর্মসূচীতে জেলা সিভিল সার্জন ডাঃ এ.এফ.এম শফিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বিনয় কৃষ্ণ বিশ্বাস। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুরূপ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।