বরিশাল প্রতিনিধি ঃ ‘সাক্ষরতা আর শিক্ষা টেকসই সমাজের মূলকথা’ শ্লোগানকে সামনে রেখে নগরীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচী পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো বরিশালের যৌথ আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় সার্কিট হাউস থেকে র্যালী বের করে অশ্বিনী কুমার টাউন হলে পৌঁছে আলোচনা সভায় অংশ নেয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. গাউস। জেলা প্রশাসক ডা. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এডিসি (শিক্ষা) কাজী হোসনেআরা, সেইন্ট বংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর হেসেন প্রমুখ।