Home জাতীয় বন্দরসমূহের সতর্ক সংকেত প্রত্যাহার

বন্দরসমূহের সতর্ক সংকেত প্রত্যাহার

23

ডেস্ক রিপোর্ট: সমুন্দ্র বন্দসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই।আবহওয়াবিদ মো. ওমর ফারুক এতথ্য জানিয়েছেন।
আবহাওয়া অফিস জানান, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরসমূহকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাাকায় অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে আজ (১৮ নভেম্বর ২০২৩) সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।