যুগবার্তা ডেস্কঃ জাতীয় প্রেসক্লাব চত্তরে ‘বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স’নামের ৩১ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে এ অনুষ্ঠান উদ্বোধন হয়। সকাল থেকে রাত পর্যন্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার, জাতীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী আলোচনায় অংশ নেয়। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র সহ-সভাপতি ও বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল ।
অনুষ্ঠানে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু জাতীয় প্রেসক্লাবের এই জমি বরাদ্ধের ব্যবস্থা করেন।তিনি বঙ্গবন্ধুর উদ্ধৃতি দিয়ে বলেন গনতন্ত্রের যেমন একটা নীতিমালা আছে। তেমনি সাংবাদিকতার একটা নীতিমালা থাকতে হবে। প্রধানমন্ত্রীরী আরও বলেন, সামরিক শাসনের আমলে বার বার গনতন্ত্রেরের উপর যে হামলা হয়েছে। ততা থেকে জাতীয় প্রেসক্লাবও রক্ষা পায়নি। তারপরও দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। তিনি অসুস্থ ও অস্বচ্ছল সাংবাদিকদের সহায়তা তহবিলে অনুদান দেওয়ার জন্য স্বচ্ছল সাংবাদিকের এগিয়ে আশার আহবান জানান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাব সদস্যদের জন্য সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ।