Home রাজনীতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন নৌকার প্রার্থী আবদুস সবুর

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন নৌকার প্রার্থী আবদুস সবুর

19

ডেস্ক রিপোর্ট: জাতির পিতা বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন কুমিল্লা -১ আসনের নৌকার প্রার্থী আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে সাড়ে ১০টায় ধানমন্ডির ৩২ নম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা শেষে ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দাউদকান্দি-তিতাসের মানুষকে নৌকা দিয়েছেন। দাউদকান্দি-তিতাসের মানুষ নৌকায় ভোট দেয়ার জন্য উম্মুখ হয়ে আছে। নির্বাচনে নৌকা মার্কা বিপুল ভোটে জয় লাভ করার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে কুমিল্লার-১ আসনটি উপহার দিবো।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আব্দুল মান্নান জয়, সহ-সভাপতি মো: বশিরুল আলম মিয়াজী,
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইঞ্জিঃ আবুল কালাম হাজারী, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, তিতাস উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুন্সী মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল, ভিপি সালাউদ্দিন রিপন, দাউদকান্দি পৌর আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক খন্দকার শাহজাহান, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সারোয়ার বাবু, জেলা পরিষদ সদস্য দেলোয়ার হোসেন পলাশ, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, তিতাস উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খাইরুল খন্দকার রুবেল, তিতাস শ্রমিক লীগ সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ।