Home রাজনীতি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সাবেক এমপি সাদত আলী’র মৃত্যু বার্ষিকী পালিত

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সাবেক এমপি সাদত আলী’র মৃত্যু বার্ষিকী পালিত

54

ডেস্ক রিপোর্ট : বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ভাষা সৈনিক, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মরহুম ডাঃ সাদত আলী সিকদার -এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে আজ শনিবার বাদ আসর পুরান ঢাকার শিংটোলা সেতারা বেগম জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুম সাদত আলী সিকদার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আলমগীর সিকদারের পিতা। দোয়া মাহফিলে জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, আলমগীর সিকদার লোটন, জাপা কেন্দ্রীয় নেতা মাওলানা এসএম আল জুবায়ের, আবুল হাসান আহমেদ জুয়েল, আবুল কালাম আজাদসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী শরিক হোন।