Home জাতীয় ফুলতলায় বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি’র মৃত্যু

ফুলতলায় বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি’র মৃত্যু

43

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলার ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও উপজেলা আমীন সমিতির সভাপতি এবং বিপিজিডি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি বাবু তুষার কান্তি সরকার (৭০) মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় করোনা আক্রান্ত হয়ে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। গতকাল সকাল সাড়ে ১০ টায় ফুলতলা বাজার ক্যাশখোলা শশ্মানঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এস মৃনাল হাজরা, বিপিজিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন মোড়ল প্রমুখ। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন ফুলতলা উপজেলা পূজা উদযাপণ পরিষদের সভাপতি গৌর হরি দাস, সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরাসহ সকল নেতৃবৃন্দ। উল্লেখ্য, ইত্যবসরে বেড়েছে অত্র উপজেলার করোনা রোগীর সংখ্যা। উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন ও স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিঠুন বাহাদুরের সাথে কথা বলে জানা যায়, গত সোমবার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংগৃহীত নমুনায় ১২ জনের মধ্যে ১ জন ও মঙ্গলবার ৪ জনের মধ্যে ৩ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।