Home জাতীয় ফুলতলায় অধ্যাপক বিশিষ্ট কলামিস্ট অচিন্ত্য কুমার ভৌমিকের স্বরণসভা

ফুলতলায় অধ্যাপক বিশিষ্ট কলামিস্ট অচিন্ত্য কুমার ভৌমিকের স্বরণসভা

57

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলার কৃতি সন্তান বাংলাদেশ বেতার খুলনার জনপ্রিয় রম্য নাটিকা আয়নার রচয়িতা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সরকারি সুন্দরবন কলেজের সাবেক অধ্যাপক সদ্য প্রয়াত অচিন্ত্য কুমার ভৌমিকের স্বরণে শুক্রবার বিকেল ৫ টায় ফুলতলা উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার হলরুমে এক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে স্বরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক হাফিজুর রহমান। উপস্থিত ছিলেন প্রবিণ শিক্ষাবিদ আলহাজ্ব আনোয়ারুজ্জামান মোল্যা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা সভাপতি এ্যাড. মিনা মিজানুর রহমান, সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্যা, অচিন্ত্য কুমার ভৌমিকের ভ্রাতা ইঞ্জিঃ অপূর্ব কুমার ভৌমিক, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, সাংবাদিক ও কলামিস্ট বিধান দাশগুপ্ত, ওয়ার্কার্স পার্টির উপজেলা সভাপতি কমরেড সন্দিপণ রায়, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বাবলু, শাহীন জামাল পন, ফজলে খোদা বাচ্চু, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, অনুপম মিত্র প্রমুখ। সভা পরিচালনা করেন সহকারী অধ্যাপক গৌতম কুমার কুন্ডু।