যুগবার্তা ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত খেলছেন ইমরুল কায়েস। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে একটি ওয়ানডে খেলে একাদশ থেকে বাদ পড়া এই বাঁহাতি ওপেনার ফতুল্লায় আজ দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন। এই প্রতিবেদন লেখার সময় ২৯ ওভারে ৯ উইকেটে ১৯১ রান করেছেন বিসিবি একাদশ।
টসে জিতে ব্যাট করতে নামা বিসিবি একাদশের শুরুটা খারাপ হয়নি। উদ্বোধনী জুটিতে এসেছে ৩৫ রান। ওপেনার সৌম্য যদিও ৭ রানেই ফিরেছেন, কিন্তু আরেক ওপেনার ইমরুল যথেষ্ট ভুগিয়েছেন ইংলিশ বোলারদের। ফিফটি করেছেন ৪৬ বলে, সেঞ্চুরি ৮১ বলে। ৯১ বলে ১২১ করে ডেভিড উইলির বলে বোল্ড হওয়ার আগে মেরেছেন ১১টি চার ও ৬টি ছক্কা।
অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যান নাজমুল হোসেন একটা সময় পর্যন্ত দারুণ সঙ্গ দিয়েছেন ইমরুলকে। তবে দুর্ভাগ্য তাঁর, ৩৬ রান করে আউট হয়ে গেছেন লেগ স্পিনার আদিল রশিদের বলে জস বাটলারের হাতে স্টাম্পড হয়ে। তবে এর আগে তিনিও মেরেছেন ৪টি চার।
নাজমুল হাসানের বিদায়ের পর উইকেটে এসেছেন মুশফিকুর রহিম। সময়টা খুব ভালো যাচ্ছে না তাঁরও। মুশফিকের সামনেও সুযোগ ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের আগে নিজেকে একটু ঝালিয়ে নেওয়ার।
এদিকে ব্যর্থতার বৃত্তে বন্দী হয়ে রইলেন ড্যাশিং ব্যাটসম্যান সৌম্য সরকার। গত বছরের শেষেই জিম্বাবুয়ে সিরিজের আগে হঠাৎ ইনজুরিতে পড়েন তিনি। তার সঙ্গে ভাগ্যদেবিও যেন মুখ ফিরিয়ে তার উপর থেকে। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন বটে তবে ফিরে পাননি সে ফর্ম।
দুঃসময় কাটাতে ইংল্যান্ড দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে নামেন সৌম্য। প্রথম ওভারে নিজের প্রথম বল ফেস করে কভারের উপর দিয়ে দর্শনীয় এক চারের মার মারেন তিনি। দৃষ্টিনন্দন সে শট দেখে অনেক আত্মবিশ্বাসী মনে হয়েছিল তাকে। তবে পঞ্চম ওভারে ক্রিস ওকসের বলে যেভাবে ব্যাট চালালেন তিনি তাতে মনে হলো ব্যাটিংই ভুলে গেছেন এ তারকা। অফস্ট্যাম্পের বাইরের বল ঘুরাতে গিয়ে উইকেটরক্ষকের কাছে সহজ ক্যাচ দেন তিনি।
শুধু এদিনই নয়, সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজেও দারুণ শুরুর পর উইকেট বিলিয়ে দিয়েছেন তিনি। চলতি বছরে আফগান সিরিজ দিয়ে ওয়ানডে খেললেও টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন ১৬টি। আর তাতে রান করেছেন মাত্র ২৫৫। পাননি কোন হাফ সেঞ্চুরির দেখা। ত্রিশার্ধো ইনিংস খেলেছেন মাত্র ২টি।