প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত-ফকরুল

যুগবার্তা ডেস্কঃ দেশে সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে বিএনপি-জামায়াতকে জড়িয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
গতকাল বুধবার গণভবনে সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গত কয়েক মাস ধরে দেশে যেসব গুপ্তহত্যা হয়েছে তার সঙ্গে বিএনপি ও জামায়াত কর্মীদের সংশ্লিতা রয়েছে। সরকারের কাছে এর যথেষ্ট প্রমাণ আছে। তিনি বিএনপি-জামায়াতকে ইঙ্গি করে বলেন, যারা প্রকাশ্যে আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করেছে তারাই এখন পথ পরিবর্তন করে গুপ্তহত্যা চালাচ্ছে।
প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানাতেই আজ বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডাকা হয়।
এতে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি-জামায়াতকে জড়িয়ে সরকার প্রধানের এমন বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, অনভিপ্রেত ও উস্কানিমূলক।
তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যকে অসত্য ও ভিত্তিহীন দাবি করে বলেন, এর ফলে আসল অপরাধী গোষ্ঠীকে আড়াল করা হচ্ছে। এতে খুনিরা উৎসাহিত হবে। আইনশৃংখলা বাহিনীকে প্রতিপক্ষ রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতনের পরিধিকে বিস্তৃত করা হচ্ছে।