Home রাজনীতি পালেস্টানী জনগণের জন্য ওয়ার্কার্স পার্টির ঔষধ সামগ্রী

পালেস্টানী জনগণের জন্য ওয়ার্কার্স পার্টির ঔষধ সামগ্রী

32

ডেস্ক রিপোর্ট: গাজা সহ প্যালেস্টাইনের বিভিন্ন স্থানে ইসরাইলী হামলায় আক্রান্ত প্যালেস্টাইনী নাগরিকদের জন্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঔষধ সামগ্রী ও শিশু খাদ্যসহ উপহার সামগ্রী প্রেরণের জন্য আজ সকাল সাড়ে ১১টায় বারিধারাস্থ প্যালেস্টাইন দূতাবাসে মান্যবর রাষ্ট্রদূত জনাব ইউসুফ এস ওয়াই রামাদানের নিকট হস্তান্তর করেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি উপহার সামগ্রী মান্যবর রাষ্ট্রদূতের কাছে তুলে দেন।

মান্যবর জনাব রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, প্যালেস্টাইনের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের ভালবাসা ও আকুণ্ঠ সমর্থন দেখে আমি অবিভুত। প্যালেস্টাইনের বিজয় অবশ্যম্ভাবী।