Home জাতীয় পাবনা ফরিদপুর উপজেলা ছাত্রলীগের শেখ হাসিনা অক্সিজেন সেবা চালু

পাবনা ফরিদপুর উপজেলা ছাত্রলীগের শেখ হাসিনা অক্সিজেন সেবা চালু

95

ফরিদপুর (পাবনা) প্রতিনিধিঃ পাবনা ফরিদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম মুরাদের উদ্যোগে চালু হল শেখ হাসিনা অক্সিজেন সেবা। প্রতিদিন করোনা আক্রান্ত হচ্ছে অসংখ্য মানুষ।অনেক রোগী শ্বাস জনিত সমস্যার সম্মুখীন হচ্ছেন।বাড়ছে অক্সিজেন এর চাহিদা। তাই মানবতার সেবায় ছাত্রলীগের সভাপতি ও তার সেচ্ছাসেবক গ্রুপ প্রস্তুত। হট লাইনে ফোন করলেই পাবেন অক্সিজেন সিলিন্ডার । যা সম্পর্ন বিনা মুল্যে সরবরাহ করা হবে। দিন রাত্রী যে কোন সময় সেবা দিতে প্রস্তুত একদল সেচ্ছাসেবী গ্রুপ। করোনা আক্রান্ত রোগী উত্তর টিয়ার পাড়া সুজন এর আম্মাকে তিনি নিজেই বাড়ীতে অক্সিজেন পৌচ্ছে দিয়েছেন। এই সেবা অভ্যাহত থাকবে।তিনি বলেন, শেখ হাসিনা অক্সিজেন সেবা দেওয়ার জন্য তার টিম দিন রাত্রী কাজ করে যাবেন।