যুগবার্তা ডেস্কঃ ভারতের পাঞ্জাবে ট্রেনে কাটা পড়ে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। গুরুতর আহত শতাধীক। শুক্রবার সন্ধ্যায় ট্রেন লাইনের উপর দাড়িয়ে বারণ বধ দেখার সময় এ ঘটনা ঘটেছে।
সংবাদ মাধ্যমে জানা যায়, আজ শুক্রবার দশমী উপলক্ষে অমৃতসরে হাজারো মানুষ ট্রাকে করে রাবণের মূর্তি পোড়ানো দেখতে জড়ো হয়েছিল। অনুষ্ঠানে ছিল প্রচণ্ড আওয়াজ। পাশেই ছিল রেল লাইন। ওই মুহূর্তে এসে যায় ট্রেন। শব্দের কারণে ট্রেন আসার আওয়াজ কেউ শুনতে পারেনি। এতেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা।
দুর্ঘটনায় কমপক্ষে ৫০ জন মানুষ নিহত হয়েছে । ইতিমধ্যে ১৫ জনের লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে বলা হয়েছে।