পাঁচ দফা দাবিতে ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থদের অবস্থান কর্মসূচি

যুগবার্তা ডেস্কঃ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রালয়ের নিয়ন্ত্রনাধীন রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ অধিভূক্ত মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস্) নামক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থী এবং মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স সম্পন্নকারী বেকার এবং পেশাজীবী ডিপ্লোমা চিকিৎসকদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে গত ১২মে জাতীয় প্রেসক্লাবসহ বাংলাদেশের প্রতিটা জেলা পর্যায়ের কেন্দ্রীয় শহীদ মিনারে একযোগে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত প্রতীকি অনশন করেন। সোমবার সকাল ১০টা থেকে ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অনশন কর্মসূচী (দাবী আদায় না হওয়া পর্যন্ত) পালন করেছেন। ঢাকাস্থ ম্যাটস্ সহ দেশের সকল জেলার সব ম্যাটস্ এই আন্দোলনে অংশ নেয়।কর্মসূচীতে বিভিন্ন দাবি উত্থাপন করা হয়।