Home জাতীয় পঞ্চগড়ের পুকুরে মৃত মাছ তুলতে গিয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

পঞ্চগড়ের পুকুরে মৃত মাছ তুলতে গিয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

110

নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে বুধবার সকালে পুকুরে মৃত মাছ তুলতে গিয়ে তামিম ইকবাল নামে সারে পাঁচ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশু উপজেলার চুচুলী বটতলী (বিন্নাকুরি) গ্রামের জনৈক মোঃ জাকির হোসেনের একমাত্র পুত্র। তামিমের পরিবার সুত্রে জানা যায়, ওদের বাড়ি সংলগ্ন বিন্নাকুরি পুকুরে বিষক্রিয়া হওয়ায় কিছু মাছ মারা গিয়ে পানিতে ভেসে ওঠে। এসময় বাড়িতে লোকজন না থাকার সুবাদে অবুঝ তামিম পুকুরে মাছ তুলতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন শিশুটিকে কোথাও খুঁজে না পেয়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে। দুই ভাইবোনের মধ্যে তামিম বড়। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং এ ঘটনায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে এমনটি জানান।