যুগবার্তা ডেস্কঃ স্যামসাং ইলেকট্রনিকস কোম্পানির বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন জোনাথন স্ট্রবেল নামে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক নাগরিক। তাঁর অভিযোগ, স্যামসাং কোম্পানির গ্যালাক্সি নোট ৭ মডেলের একটি স্মার্টফোন তাঁর প্যান্টের সামনের পকেটে রাখা ছিল। কিন্তু হঠাৎই সেটি বিস্ফোরিত হয়ে পুড়ে যায়। এতে তাঁর ডান পা অনেকটা পুড়ে যায়। রয়টার্সের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রে স্যামসাংয়ের ফোন ব্যবহারকারীদের মধ্যে জোনাথন স্ট্রবেলই সম্ভবত প্রথম, যিনি গ্যালাক্সি নোট ৭-এর ব্যাটারিতে খুঁত থাকায় দক্ষিণ কোরিয়ার এই কোম্পানির বিরুদ্ধে মামলা করলেন। যুক্তরাষ্ট্রে গ্যালাক্সি নোট ৭ বিক্রির পরিমাণ ১০ লাখ ছাড়ানোর ঘোষণা দেওয়ার এক দিন পরই গতকাল শুক্রবার এ মামলা করার ঘটনা ঘটল। এ পর্যন্ত স্যামসাং কোম্পানি যুক্তরাষ্ট্র থেকে ব্যাটারি অতিরিক্ত গরম হওয়ার ৯২টি অভিযোগ পেয়েছে। যার মধ্যে পুড়ে যাওয়ার অভিযোগ রয়েছে ২৬টি এবং সম্পদ ক্ষতির অভিযোগ এসেছে ৫৫টি। মার্কিন নিরাপত্তা নিয়ন্ত্রকদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে মামলার বিষয়ে কোম্পানির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ২৮ বছর বয়সী স্ট্রবেল বলেন, ৯ সেপ্টেম্বর তিনি পাম বিচ গার্ডেনের একটি দোকানে ছিলেন। এ সময় হঠাৎ তাঁর গ্যালাক্সি নোট ৭ ফোনটি বিস্ফোরিত হয়। এতে সঙ্গে সঙ্গেই তাঁর প্যান্টে আগুন ধরে যায় এবং তাঁর ডান পা মারাত্মকভাবে পুড়ে যায়। তিনি বলেন, প্যান্টের পকেট থেকে ফোনটি বের করার আগেই তাঁর ঊরুতে মারাত্মকভাবে ফোসকা পড়ে যায়। স্ট্রবেলের আইনজীবী কিথ পিয়েরো বলেন, ‘তাঁর ডান ঊরুতে মোটামুটিভাবে ফোনের আকারের মতো গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। এ কারণে আমার মক্কেলের মামলা করতে একটু দেরি হয়েছে।’ মামলায় তাঁর চিকিৎসার খরচ, কাজে যেতে না পারার কারণে আর্থিক ক্ষতি, ব্যথা, দুর্ভোগসহ নানা ধরনের ক্ষতির অভিযোগ আনা হয়েছে। ফ্লোরিডা রাজ্যের পাম বিচ কাউন্টির একটি আদালতে মামলাটি করা হয়েছে। স্ট্রবেল বনাম স্যামসাং ইলেকট্রনিকস আমেরিকা বিভাগের এই মামলাটি ফ্লোরিডা সার্কিট কোর্টের অধীন পাম বিচ কাউন্টির ১৫ জেলা জুডিশিয়াল আদালতে চলবে।