যুগবার্তা ডেস্কঃ একদিন আসরের নামাজের তৃতীয় রাকাতে ইমাম সাহেব তিনটি সেজদা করেন। কিছু মুকতাদী তৃতীয় সেজদায় ইমাম সাহেবের অনুসরণ করেন। আর কিছু মুকতাদী অনুসরণ করেননি। ইমাম সাহেব নামাজ শেষে সেজদায়ে সাহুও করেননি। এখন তাদের নামাজের হুকুম কী?
উত্তর: ইমাম সাহেব অতিরিক্ত সেজদা করার কারণে ইমাম এবং সকল মুকতাদীর উপর সেজদায়ে সাহু ওয়াজিব হয়েছে। কিন্তু সেজদায়ে সাহু না করার কারণে ইমাম মুক্তাদী সকলের জন্য নামাজটি পুনরায় পড়ে নেওয়া জরুরি। উল্লেখ্য, এ ধরনের ভুলের ক্ষেত্রে ইমামের অনুসরণ না করাই নিয়ম। কিন্তু অনুসরণ না করলেও ইমামের ভুলের কারণে সকলের উপর সাহু সিজদা ওয়াজিব হয়ে যায়।- সূত্রঃ খুলাসাতুল ফাতাওয়া ১/১৬১; রদ্দুল মুহতার ১/৪৫৭