Home জাতীয় নাটোরে করোনায় ৮জনের মৃত্যু

নাটোরে করোনায় ৮জনের মৃত্যু

28

বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: নাটোরে ২৪ঘন্টায় নাটোর সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৮জনের মৃত্যু হয়েছে। এছাড়া সদর হাসপাতালে করোনা উপসর্গে মারা গেছেন ১জন। এনিয়ে জেলা করোনায় মোট ৭৪জনের মৃত্যু হয়েছে।

এদিকে, নতুন করে আরও ১৩৬জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া নাটোর সদর হাসপাতালে করোনা ইউনিটে ৭০শয্যার বিপরীতে ৬৮জন এবং ইয়েলো জোনে ২০শষ্যার বিপরীতে ২৯জন ভর্তি রয়েছে।

এছাড়া বিধিনিষেধ সফল করতে সেনাবাহিনীর পাশাপাশি জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিয়ান পরিচালনা করছে।