Home সারাদেশ নাগরপুরে নবাগত ইউএনও কে ফুলের শুভেচ্ছায় বরণে উপজেলা আ.লীগ

নাগরপুরে নবাগত ইউএনও কে ফুলের শুভেচ্ছায় বরণে উপজেলা আ.লীগ

30

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধান কে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিয়েছে উপজেলা আ.লীগ। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা মিলনায়তন ভবনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় উপজেলা আ.লীগ সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম ও সাধারণ সম্পাদক মো. কুদরত আলী সহ সকল নেতৃবৃন্দ অংশগ্রহণ করে এবং ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক দেলদার আহমেদ সুবন, মহিলা বিষয়ক সম্পাদক রৌশনারা মাসুদা, মোকনা ইউপি চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম, মামুদনগর ইউপি চেয়ারম্যান মো. জজ কামাল, সদস্য শফিউল আলম সিজার সহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, শিক্ষক বৃন্দ ও স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ।