Home শিক্ষা ও ক্যাম্পাস নন-এমপিও অনার্স শিক্ষকদের বেতন দেওয়ার নির্দেশ

নন-এমপিও অনার্স শিক্ষকদের বেতন দেওয়ার নির্দেশ

38

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি অনার্স কলেজসমূহে কর্মরত নন-এমপিও শিক্ষকদের বেতন দিতে কলেজ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষকদের বেতন না দেওয়া হলে সংশ্লিষ্ট কলেজের অধিভুক্তি বাতিল করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে গত ১৩ জুন রবিবার এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করে কলেজগুলোতে চিঠি দেয়া হয়েছে।

কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জাতীয় বিশ^বিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি অনার্স কলেজসমূহকে জানানো যাচ্ছে যে, অনার্স অধিভুক্তি প্রদানের পূর্বে উক্ত কোর্সের নিয়োগকৃত শিক্ষকদের বিষয়ে কলেজ কর্তৃক প্রদত্ত অঙ্গীকারনামা মোতাবেক তাদের বেতন-ভাতাদি নিয়মিতভাবে প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হলো। উক্ত নির্দেশনা পালন করা না হলে সংশ্লিষ্ট বিষয়ে অধিভুক্তি বাতিলের কার্যক্রম গ্রহণ করা হবে।’