Home রাজনীতি দোলাইপাড়ে অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ, আটক ৩

দোলাইপাড়ে অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ, আটক ৩

42

স্টাফ রিপোটার: বিএনপির মহাসমাবেশে হামলা, দলের শীর্ষনেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ এব সরকার পতনের একদফা দাবিতে ৪র্থ দফায় ডাকা ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দি‌নে জোন (০৮) শ্যামপুর – কদমতলী থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের দোলাইপাড় মহাসড়ক থেকে শুরু হয়ে দয়াগঞ্জ মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে।

মিছিলটি দয়াগঞ্জ মোড়ে এসে পৌছালে অতর্কিত হামলা করে পুলিশ। মুহুর্তেই ছত্রভঙ্গ হয়ো যায় নেতাকর্মীরা এতে তিনজন আহত হোন এবং ৩ জনকে আটক করে পুলিশ।

ঢাকা ৪ (শ্যামপুর-কদমতলী) থানার প্রধান সমন্বয়ক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক আনম সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নাছির আহমেদ মোল্লা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি তানজিল হাসান, যুগ্ম সাধারন সম্পাদক এইচ এম আবু জাফর, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহ সভাপতি আল আমিন মৃধা, ৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপু, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শুভ শিকদার, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রাজু আহমেদ, ৫১ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মমিন মিয়া, সাবেক আহবায়ক সদস্য পলাশ, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আজীজ মুন্সী স্বপন, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাসান সরোয়ার, কদমতলী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মতিউর রহমান দিলু, যুগ্ম আহবায়ক রাজন মিয়া, যুগ্ম আহবায়ক রাকিবুল্লা রাকিব, শ্যামপুর থানা যুবদলের নেতা ওমর ফারুক, ৫৪ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব শাহীন শেখ, কদমতলী থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শহিদ, রানা, ৬০ নং যুবদলের সদস্য সচিব শেখ ওহিদুজ্জামান রিপন, শ্যামপুর থানা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রাব্বি রায়হান, সোহরাওয়ার্দী কলেজের যুগ্ম আহবায়ক ইমরান হোসেন, দনিয়া কলেজের সাংগঠনিক সম্পাদক শুভ, তেজগাঁও কলেজ ছাত্রদলের নেতা নাজমুল পাপন, ঢাকা কলেজ ছাত্রদলের নেতা জহিরুল ইসলাম শুভ, ৫১ নং স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সম্রাট হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ, সদস্য সচিব সাইফুল ইসলাম, ৫৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমীন প্রমুখ।