Home স্বাস্থ্য দেশে করোনায় আরও ১৪৩ জনের মৃত্যু

দেশে করোনায় আরও ১৪৩ জনের মৃত্যু

22

প্রবীর আইচ: দেশে করোনায় আরও ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু ১৪ হাজার ৬৪৬ জন। নতুন শনাক্ত হয়েছে ৮ হাজার ৩০১ জন । গত ২৪ ঘন্টার এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ।
এসময় অধিদপ্তর আরও জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩২ হাজার ৫৫ টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৬৬ লাখ ৪০ হাজার ৯৮২ জন। মোট শনাক্ত হয়েছে ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৪ হাজার ৬৬৩ জন। মোট সুস্থ হয়েছে ৮ লাখ ২০ হাজার ৯১৩ জন। মৃত্যু ১৪৩ জনের মধ্যে ৯০ জন পুরুষ ও ৫৩ জন নারী । মৃত্যুর ক্ষেত্রে ১৩২ জন হাসপাতালে ও বাড়ীতে ১১ জন মারা যায়। এ পর্যন্ত পুরুষ মৃত্যু ১০ হাজার ৪১৫ ও নারী ৪ হাজার ২৩১ জন।

বিভাগীয় পর্যায় মৃত্যু তথ্যে জানিয়েছে ঢাকায় ৩৫ জন, চট্টগ্রাম ১৫ জন, রাজশাহী ১৯ জন, খুলনা ৪৬ জন, বরিশাল ৮ জন, সিলেট ৭ জন, রংপুর ১০ জন ও ময়মনসিংহ ৩ মারা গেছেন।