Home সারাদেশ তালায় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

তালায় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

70

নজরুল ইসলাম (সাতক্ষীরা) তালা : সাতক্ষীরার তালায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় মহিলা সংস্থা তালা উপজেলা শাখার উদ্যোগে বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে সংস্থার কার্যালয়ের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা তালা উপজেলা শাখার চেয়ারম্যান সুতপা রাহা। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা তালা উপজেলা শাখার সদস্য সন্ধ্যা রাণী সরকার, তথ্য সেবা কর্মকর্তা সাথী রাণী রায়। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কমপে¬ক্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তাওহীদুর রহমান এবং আলোচনা সভা পরিচালনা করেন জাতীয় মহিলা সংস্থার মাঠ সমন্বয়কারী ফরিদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন সংস্থার কর্মকর্তা,কর্মচারী বৃন্দ ও ট্রেড প্রশিক্ষনার্থী বৃন্দ।