মোয়াজ্জেম হোসেন. পটুয়াখালীঃ ডিজিটাল নিরাপত্তা আইন পাসের প্রতিবাদে পটুয়াখালীর বাউফল উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
শনিবার বেলা ১১টায় বাউফল প্রেসক্লাবের সামনে সাংবাদিকরা হাতে লোহার সিকল ও মুখে কালো কাপড় বেধে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন। পরে উপজেলা সদরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ সভা করে। প্রেসক্লাবের আহবায়ক হারুন অর রশিদ খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা কামরুজ্জামান বাচ্চু, ইত্তেফাক সংবাদদাতা অধ্যাপক আমিরুল ইসলাম, ভোরের কাগজের প্রতিনিধি অতুল চন্দ্র পাল, সমকালের প্রতিনিধি জিতেন্দ্র নাথ রায় ও প্রথম আলোর প্রতিনিধি এবিএম মিজানুর রহমান প্রমূখ। এসময় বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনকে সাংবাকিদের জন্য কালো আইন আখ্যা দিয়ে তা বাতিলের দাবী জানান।