রাজশাহাী অফিসঃ জয়পুরহাটে শর্ট সার্কিটের আগুনে পুড়ে একই পরিবারের ৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে শহরের আরামনগর এলাকায় ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত সাড়ে ৯টার সময়
শহরের আরামনগর এলাকার দুলাল হোসেন (৬৫) বাড়িতে এ আগুন লাগে। তিন কক্ষ বিশিষ্ট বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হশ। এ সময় পরিবারের ৮ সদস্য সকলেই বাড়ির ভেতরে নিজ নিজ কক্ষে ছিলেন। ফলে কেউ বের হতে পারেন নি। প্রতিবেশীরা জানালা ভেঙ্গে আহতদের উদ্ধারের চেষ্টা করেন এবং খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে। দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়।
গুরুত্বর আহত ৫ জনকে উদ্ধার করে দ্রুত জেলা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যান।
অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে নিহতরা হলেন দুলাল,হোসেন(৬৫), মোমেনা খাতুন (৬৫), ছেলে আব্দুল মোমিন (৩৫) ও নাতনি বৃষ্টি (১৫) পরিনা খাতুন (৩৩), নাতনি হাসি (১৩), খুশি (১৩) ও দেড় বছরের শিশু নূর। তাদের শরীরের প্রায় ৭০ থেকে ৭৫ ভাগ পুড়ে গেছে বলে জানান চিকিৎসকরা।