জ্যাকি শ্রফের মেয়ের ’অর্ধনগ্ন’ ছবি

যুগবার্তা ডেস্কঃ অভিনেতা জ্যাকি শ্রফের মেয়ে সিনেমায় নামবেন নামবেন করছেন। এরই মধ্যে ব্রিটেনের একটি পত্রিকায় ‘অর্ধনগ্ন’ ফটোশ্যুট করেছেন। নিজেই তিনি এই ছবি তার ইন্সট্যাগ্রামে প্রকাশ করে ব্যাপক আলোচনায় এসেছেন। শুক্রবার রাতে প্রকাশ হওয়া এই ছবিগুলো এরই মধ্যে তাকে সমালোচনায় এনেছে। বিশেষ করে তার বাবা জ্যাকি শ্রফকে এসব একেবারে হতবিহ্বল করেছে। জ্যাকি নাকি জানতেনই না কৃষ্ণা শ্রফ এভাবে ফটোশ্যুট করেছে।
কিছুদিন আগে নিজের ব্রাজিলিয়ান প্রেমিকের সঙ্গে ছবি দিয়ে আলোচনায় আসেন।
এখনও পর্যন্ত কোনও ফিল্মে মুখ দেখা যায়নি তাঁর। তবে ফিল্মি পরিবারের মেয়ে ভালই জানেন কী ভাবে স্পটলাইট নিজের দিকে টেনে নিতে হয় তিনি কৃষ্ণা শ্রফ। অভিনেতা জ্যাকি শ্রফের মেয়ে নগ্ন ফোটেশুটে পেজ থ্রির শিরোনামে।
বলিউড সূত্রের খবর, জ্যাকি শ্রফের মেয়ে কৃষ্ণা বলিউড জগতে আত্মপ্রকাশ করার প্রস্তুতি নিচ্ছেন। করণ জোহরের তরফে তিনি এ অফার পেয়েছেন। আপাতত ডকুমেন্টরি ছবিতে ব্যস্ত আছেন কৃষ্ণা। তবে সব ঠিকঠাক হলে শিগগিরই করন জোহরের পরবর্তী ছবিতে দেখা যাবে কৃষ্ণাকে। এর আগে ‘হিরোপস্তি’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেছেন জ্যাকির ছেলে টাইগার। ছবিটি প্রায় ৫০ কোটি উপর্জন করেছে।