Home খেলা জিম্বাবুয়ে সফররত বাংলাদেশ দলের করোনা নেগেটিভ

জিম্বাবুয়ে সফররত বাংলাদেশ দলের করোনা নেগেটিভ

23

ডেস্ক রিপোর্ট: জিম্বাবুয়ে সফররত বাংলাদেশ দলের সকল খেলোয়াড়রা করোনা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ফলে আজ থেকেই অনুশীলনে নামার অনুমতি পেয়েছে বাংলাদেশ দল।
বুধবার ভোরে জিম্বাবুয়ে পৌঁছায় বাংলাদেশ দল। সেখানে পৌঁছে বিমানবন্দরে করোনার নমুনা দিয়েছিলেন তারা। আর সেই রিপোর্ট প্রকাশ হয়েছে।
নেগেটিভ আসায়, অনুশীলনে নামবে বাংলাদেশ। একমাত্র টেস্টের দিকে নজর তাদের। আগামী ৭ জুলাই থেকে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট।
টেস্ট ম্যাচের আগে দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। যা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারন বড় সংস্করনের ম্যাচের জন্য যথাযথ প্রস্তুতি নেই তাদের। দেশ ছাড়ার আগে দলের সকল সদস্য ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টি-টুয়েন্টি ফরম্যাটে ম্যাচ খেলেছে।