Home জাতীয় জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন: সিইসি

জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন: সিইসি

16

ডেস্ক রিপোর্ট: সাংবিধানিক বাধ্যবাধকতা থাকার কারনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জানুয়ারির ২৯ তারিখের আগেই অনুষ্ঠিত হবে।জানুয়ারির প্রথম ও দ্বিতীয় সপ্তাহে নির্বাচন করার অবস্থানে আছি। বৃহস্পতিবার রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের একথা বলেছেন।
রাষ্ট্রপতির সঙ্গে বৃহস্পতিবার রেওয়াজ অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সাক্ষাৎ করেন কমিশন। এসময় চার নির্বাচন কমিশনারসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, আমরা নিজেরা আলোচনা করে নির্বাচনের তারিখ নির্ধারন ও তফসির ঘোষণা করবো।