যুগবার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি আবদুল হামিদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সুযোগ রেখে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনীর অধ্যাদেশে স্বাক্ষর করেছেন । এর ফলে আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারের সুযোগ থাকছে নির্বাচন কমিশনের।
রাষ্ট্রপতির প্রেস সচিব বুধবার রাতে বলেন, আরপিও সংশোধন অধ্যাদেশে মহামান্য রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন।রাষ্ট্রপতির স্বাক্ষর হওয়ায় এখন আইন মন্ত্রণালয় থেকে জারি করা হবে এ সংক্রান্ত গেজেট।