জবিতে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণের নতুন কমিটি

অন্তু আহমেদ, জবিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সংসদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।ইংরেজি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী মেহেদি হাসান জনিকে সভাপতি ও পরিসংখ্যান বিভাগের ১০ তম ব্যাচের শিক্ষার্থী মুন্নি আক্তারকে সাধারণ সম্পাদক করে কার্যনির্বাহী কমিটি গঠন করেন উপদেষ্টা মন্ডলীরা।

বৃহস্পতিবার, আগামী ১ বছরের জন্য কমিটি অনুমোদন দেন সদ্য সাবেক সভাপতি আমিত কুমার দাস ও সাধারণ সম্পাদক সাইফুল।

ছাত্রকল্যাণের নবনির্বাচিত সভাপতি মেহেদি হাসান জনি বলেন, আমাদের এই কমিটি বহুল আকাঙ্খিত ও প্রত্যাশিত কমিটি। পটুয়াখালী জেলার ছাত্র-ছাত্রীদের জন্য সবসময় কাজ করে যাব। সকলের সহযোগিতার মাধ্যমে আমরা এটাকে বহুদুর নিয়ে যাবো। এসময় তিনি সবার সহযোগীতা কামনা করেন।

সাধারণ সম্পাদক মুন্নি আক্তার বলেন, সবাই একাগ্রভাবে কাজ করলেই আমরা সহজে এই সংগঠনের উন্নতিসাধন করতে পারবো । সামনের যে কোন পরিস্থিতিতে আমরা একসাথে সবার কল্যাণে কাজ করে যাব।