জনসচেতনতায় শিন-শিন জাপান হাসপাতাল স্তন ক্যান্সার সচেতনতায় র‌্যালী

যুগবার্তা ডেস্কঃ দ্বিতীয় বারের মত আয়োজন। এমন দৃশ্য ঢাকাবাসী আগে দেখেনি। গোলাপের মিছিল। গোলাপি সড়ক শোভাযাত্রা। স্তন ক্যান্সার নিয়ে আলোচনা, সেমিনার, গোল টেবিলের গণ্ডি পেরিয়ে সরাসরি রাজপথে। ঘুরে বেড়ানো নয়, মানুষের কাছে যাওয়ার এই আয়োজন। হাতে হাতে পৌঁছে দেয়া গুরুত্বপূর্ন কিছু কথা, যে কথা জানা জরুরী প্রত্যেক নারীর। শুধু নারী কেন? কার ঘরে স্ত্রী, কন্যা, মা, বোন নেই। নারী-পুরুষ সবার জন্যই এটা জরুরী।
তাই সম্প্রতি স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের উদ্যোগে আয়োজন ছিলো এই গোলাপি সড়ক শোভাযাত্রার। প্রেস ক্লাব থেকে উত্তরার হাউস বিল্ডিং। চলতি পথে লিফলেট বিতরণের পাশাপাশি ছিলো ১৪টি স্পটে ছোট ছোট সমাবেশ, হ্যান্ডমাইকে জরুরী বার্তা জানান দেয়া। এসব স্পটে আগে থেকেই দাঁড়ানো বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠানের সদস্যরা। স্বেচ্ছাসেবীরা প্রবল উৎসাহে পথচারী আর গাড়ি অটোরিকশার যাত্রী, চালকের হাতে তুলে দিচ্ছেন গোলাপি লিফলেট। গোলাপী সড়ক শোভাযাত্রায় সেন্টার ফর ইন্টিগ্রেটেড সোসাল ডেভেলপমেন্টের (সিআইএসডি) সহযোগীতায় শিন-শিন জাপান হাসপাতালও অংশগ্রহন করে। ঢাকা ময়মনসিংহ সড়কের উত্তরার জসিম উদ্দিন মোড় পয়েন্টে আয়োজিত পথ সভায় সিসিপিআরের প্রধান ডা: হাবিবুল্লাহ তালুকদার সহ সিআইএসডির প্রধান নির্বাহী ডাঃ ইয়াসমিন সুলতানাও বক্তব্য রাখেন। পথসভায় আরো বক্তব্য রাখেন শিন-শিন জাপান হাসপাতালের মহাব্যবস্থাপক আবুল হোসন।