যুগবার্তা ডেস্কঃ জঙ্গিদের সর্দার ও অর্থ যোগানদাতাদের আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি তাদের ধরা হবে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে রোববার সকাল সাড়ে ১১টায় ‘হ্যালো সিটি’ অ্যাপস উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী এ অ্যাপসের মাধ্যমে সাধারণ মানুষকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের সম্পর্কে তথ্য দিতে দেশের সব নাগরিকদের প্রতি আহ্বান জানান। অ্যাপসটিতে সাধারণ মানুষ পুলিশকে ট্রান্সন্যাশনাল ক্রাইম, সাইবার ক্রাইম, মাদক, অস্ত্র-গোলাবারুদ ও জঙ্গিদের তথ্য দিতে পারবেন।
অনুষ্ঠানে উপস্থিত আছেন আইজিপি এ কে এম শহীদুল হক, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলামসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।