চীনে ভারতীয় পররাষ্ট্র সচিবের গোপন সফর

যুগবার্তা ডেস্কঃ ভারতের পররাষ্ট্র সচিব জয়শংকর ১৬-১৭ জুন গোপনে চীন সফর করেছেন। তার এই সফর ছিল কোন ঘোষণা ছাড়াই। পরমাণু সরবরাহকারি গ্রুপের (এনএসজি) সদস্য পদ লাভে চীনের সমর্থন আদায়ের জন্য তার এই গোপন সফর। এ বিষয়ে ২৪ জুন সিউলে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ বৈঠককে ঘিরেও তার এই সফর বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সূত্র: টাইমস অব ইন্ডিয়।
সাউথ ব্লকের কর্মকর্তা পররাষ্ট্র সচিবের গোপন চীন সফরের কথা স্বীকার করে বলেছেন, এনএসজি ছাড়াও আরও অনেক বিষয়ে বৈঠক হ”েছ। জয়শংকর এনএসজি এজেন্ডায় চীনের সাথে দ্বিতীয়বারের মত বৈঠকে বসলেন। মে মাসে রাষ্ট্রপতির সফরের সময় সাইডলাইনে জয়শংকর চীনে বৈঠক করেছিলেন।
২৩ জুন ভারতের প্রধানমন্ত্রীর সাথে চীনা প্রেসিডেন্ট জিনপিং’র বৈঠক হবে তাসখন্দ ও উজবেকিস্তানে। সে বৈঠকের ব্যাপারেও জয়শংকর চীনে আলোচনা করেছেন। উল্লেখ্য, এনএসজির সদস্য পদ লাভের ক্ষেত্রে ভারতের প্রধান বাধা হল চীন। চীনের বক্তব্য হল, ভারত এখনও পরমাণু অস্ত্র নিরোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষর করেনি। ভারতের ক্ষেত্রে যদি আইন শিথিল করা হয় তাহলে পাকিস্তানের ক্ষেত্রেও তা প্রযোজ্য হওয়া উচিত। আমাদের সময়.কম